রেড ওয়াইন মহিলাদের জন্য কেন ভাল? - Sangbbad Protidin

Sangbad Pratidin is Bangla newspaper that brings daily online news in woruld. Read latest news on Politics, Sports, Entertainment in Bengali & English.

Latest Post

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 28, 2017

রেড ওয়াইন মহিলাদের জন্য কেন ভাল?

পলিসিস্টিক ওভারি সিনড্রোম-এর হাত থেকে বাঁচতে আদর্শ পথ্য রেড ওয়াইন। এর ভুমিকা কী?

আঙুর, বাদাম, চকোলেট এবং রেড ওয়াইন-এ পাওয়া যায় পলিফেনল যা, মহিলাদের হরমোনের সমতা বজায় রাখতে সাহায্য করে। যে সমস্ত মহিলা পলিসিস্টিক ওভারি সিনড্রোম-এ ভুগছেন, তাঁদের শরীরে এই পলিফেনলের মাত্রা ঠিক রাখা একান্ত আবশ্যক, নাহলে ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা দিতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন, রেসভেরাট্রল নামক এক বিশেষ পলিফেনল যা মূলত পাওয়া যায় রেড ওয়াইন, পিনাট, ব্ল্যাকবেরি, চকোলেট প্রভৃতিতে। এই খাবারগুলি শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

সাম্প্রতিককালে পলিসিস্টিক ওভারি সিনড্রোম-এ ভুগছেন, এমন মহিলার সংখ্যা নেহাত কম নয়। এর উপসর্গগুলি লক্ষ্য করা যায় একটি মেয়ের পিরিয়ডস শুরু হওয়ার পর থেকেই। এই সমস্যাটির প্রথম থেকেই চিকিৎসার প্রয়োজন। আর এই সমস্যার হাত থেকে একেবারে নিষ্কৃতি পেতে মেয়েদের পলিফেনল জাতীয় খাবার খাওয়া একান্ত আবশ্যক। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages